ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মীর ফুড ও পেপার ইন্ডাস্ট্রিজ পরিদর্শন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, আগস্ট ৬, ২০২৫
সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মীর ফুড ও পেপার ইন্ডাস্ট্রিজ পরিদর্শন ...

চট্টগ্রাম: শিল্প সফরের অংশ হিসেবে সম্প্রতি মীর পাল্প অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মীর ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেছেন সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।  

মূলত ইউনিভার্সিটি থেকে অর্জিত শিক্ষাকে কিভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায় এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা অর্জনে এ সফরের আয়োজন করা হয়।

ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও কোর্স শিক্ষক সিএম আতিকুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত সফরে বিবিএ ৭১তম ব্যাচের ৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই সফরের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের শিল্প কারখানার বাস্তব অভিজ্ঞতা অর্জন, উৎপাদন প্রক্রিয়া এবং প্রযুক্তির সাথে সরাসরি সম্পৃক্ত করা।

 

উৎপাদন, গুণগতমান নিয়ন্ত্রণ, গবেষণা ও উন্নয়ন এবং প্যাকেজিং সহ কোম্পানির বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে ধারণা নেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের প্ল্যান্টের যন্ত্রপাতি, নিরাপত্তা প্রটোকল এবং ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে ব্যাখ্যা করেন মনজুরুল ইসলাম, জিএম (প্ল্যান্ট), এম এ মনসুর, জিএম (বিক্রয় ও বিপণন), মো. মাহবুব খান (প্ল্যান্ট ম্যানেজার)।  

মীর গ্রুপের পরিচালক ইবনাত সিফাত শিক্ষার্থীদের কৌতূহলের প্রশংসা করেন এবং এই ধরনের উদ্যোগকে উৎসাহিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানান। মূল্যবান সময় ও আন্তরিক সহযোগিতার জন্য মীর পাল্প অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মীর ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ এর কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।