ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, আগস্ট ৬, ২০২৫
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সভা সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সভা।

চট্টগ্রাম: নগরের জামালখানস্থ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) বোর্ড অব ট্রাস্টিজের ৫০তম সভা সম্প্রতি বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।  

সভায় সভাপতিত্ব করেন সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব।

বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক, মোহাম্মদ আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, মির্জা সালমান ইস্পাহানী, সেলিম রহমান, এম সাহাব উদ্দিন আলম এবং উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার প্রমুখ।

উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করেন।

বোর্ড সদস্যরা ট্রাস্টি লুৎফে এম আইয়ুবকে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের সংগঠন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি) এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।  

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ পরিকল্পনা গ্রহণের পাশাপাশি গবেষণা কার্যক্রম বৃদ্ধি, শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া, ভবিষ্যৎ অগ্রযাত্রা ও উন্নয়নে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং উন্নত কারিকুলাম প্রণয়নের মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।  

প্রসঙ্গত, সিআইইউ পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন এবং স্থায়ী অবকাঠামো নির্মাণে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সিআইইউ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য একটি উন্নত, টেকসই এবং বিশ্বমানের শিক্ষা পরিমণ্ডল গড়ে তুলতে বদ্ধপরিকর।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।