চট্টগ্রাম: অস্ত্র মামলায় ৭ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি কামরুল ইসলাম প্রকাশ মনিরুল মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় তার কাছ থেকে বন্দুক, কার্তুজ, ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার (৩ আগস্ট) দিবাগত রাতে দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ফতেয়াবাদ রেল লাইনের পশ্চিমে বালুর টাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদকব্যবসায়ী কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার কামরুল ইসলামের বিরুদ্ধে ২টি হত্যা, ৫টি অস্ত্র ও ২টি মাদকসহ মোট ১১টি মামলা পাওয়া যায়। আরও একটি হত্যা মামলা সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। এর মধ্যে কামরুল একটি অস্ত্র মামলায় ৭ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি। বাকি মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।
এমআই/পিডি/টিসি