ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ভাঙচুর-হামলার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১২, আগস্ট ৪, ২০২৫
ভাঙচুর-হামলার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন জে এম সেন হল সংলগ্ন এলাকায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের অফিস ভাঙচুর, সম্পত্তি নষ্ট ও নারীর ওপর হামলার অভিযোগে বহিষ্কৃত চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।  

রোববার (৩ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালতে মামলাটি করেন দ্বীপতি দাশ প্রকাশ দিপ্তী দাশ।

মামলার অন্য আসামিরা হলেন- বিপ্লব চৌধুরী, বাপ্পী দে, মিটন রবি দাস, মিঠুন বৈষ্ণব, সুকান্ত তালুকদার জুয়েল, অপু চৌধুরী আকাশ, সুব্রত আইচ, মিঠুন আচার্য্য, সঞ্জয় চক্রবর্তী মানিক, দোলন কুমার দেব, উত্তম ধর ও মিথুন কান্তি দাশ।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজল কান্তি দে বাংলানিউজকে বলেন, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মেট্রো ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩০ জুন জে এম সেন হল সংলগ্ন জন্মাষ্টমী উদযাপন পরিষদের অফিসে একদল লোক জোরপূর্বক প্রবেশ করে এবং সেখানে অফিসের সম্পত্তি নষ্ট করে। এ সময় একজন নারীকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ মামলায় আসামিদের বিরুদ্ধে অফিসের সম্পত্তি নষ্ট এবং নারীর ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।  

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।