চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকায় বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
আসামি মো. নুরুল হক (২৭) কক্সবাজারের নুনিয়ারছড়া শফি রহমানের বাড়ির মৃত মো. শফি উল্লাহ’র ছেলে।
শনিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মোহরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
চান্দগাঁও থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উত্তর মোহরা এলাকার বালু ব্যবসায়ী মো. ইউনুছ খাঁন মোহরা কামাল বাজার এলাকা থেকে ব্যবসায়িক কাজ শেষে সিএনজি অটোরিকশা নিয়ে উত্তর মোহরা হাবিবুল্লাহ চৌধুরী রোড আকবর আলী সুকানীর বাড়ি এলাকায় যান। বসতঘরে ঢোকার পর তাকে অনুসরণ করে ২টি মোটরসাইকেল নিয়ে আসা আসামি মো. নুরুল হক ও তার সহযোগীরা। তারা ইউনুছ খাঁনকে লক্ষ্য করে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।
আহত ব্যবসায়ী ইউনুছ খাঁন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় চান্দগাঁও থানার মামলা দায়ের করা হয়।
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় অভিযান চালিয়ে হত্যাচেষ্টায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধারের চেষ্টা চলছে এবং অন্য সহযোগী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এসি/টিসি