ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ইউনিভার্সিটিতে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, আগস্ট ৩, ২০২৫
সাউদার্ন ইউনিভার্সিটিতে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সেমিনার ...

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফার্মেসি বিভাগ এবং এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের যৌথ উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ৪৫০২ নম্বর কক্ষে ফার্মেসি বিভাগের প্রধান আইরিন সুলতানার সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন এভারকেয়ার হাসপাতাল, চট্টগ্রাম এর কনসালটেন্ট ডা. হাসনিনা আক্তার।

এতে শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সেমিনারে ডা. হাসনিনা আক্তার ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, নির্ণয় ও প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সচেতনতার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

আইরিন সুলতানা বলেন, ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়ে জ্ঞান ছড়িয়ে দেওয়াই এ সেমিনারের মূল উদ্দেশ্য। এসময় তিনি ভবিষ্যতেও এধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।