চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ ও ফার্মা ক্লাবের উদ্যোগে স্প্রিং ও ফল সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান সম্প্রতি বিশ^বিদ্যালয়ের হল রুমে বিভাগীয় প্রধান আইরিন সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, ফার্মা ক্লাবের সদস্যসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে ফার্মেসি বিভাগের যাবতীয় সুযোগ সুবিধা, সহশিক্ষা কার্যক্রম এবং প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্য গাথা তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে আইরিন সুলতানা শিক্ষার্থীদের ফার্মেসি পরিবারে আমন্ত্রণ জানান এবং পাশাপাশি মূল্যবোধ ধরে রেখে একজন সফল ফার্মাসিস্ট হিসেবে দেশ ও জাতির সেবা করার আহ্বান জানান।
অন্যান্য শিক্ষকরা তাঁদের বক্তব্যে ফার্মেসি শিক্ষায় সাফল্য অর্জনের বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি এই পেশায় সফল ও মানবিক হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
পরে নবীন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিডি/টিসি