ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্রেট এর দ্বিতীয় সভা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, জুলাই ২৭, ২০২৫
রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্রেট এর দ্বিতীয় সভা  ...

চট্টগ্রাম: রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্রেট এর দ্বিতীয় নিয়মিত সভা সম্প্রতি সিএমপি ক্লাবে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

সভাপতি রোটারিয়ান এ কে এম শহিদুল্লাহ চৌধুরী সভার শুরুতে ক্লাবের সকল সদস্য ও অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে কার্যক্রম শুরু করেন।

এরপর রোটারিয়ান মোহাম্মদ হাসান রোটারি প্রার্থনা পাঠ করেন এবং ঢাকার উত্তরায় সংঘটিত মর্মান্তিক মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে সকলে এক মিনিট নীরবতা পালন করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য ড. শরীফ আশরাফুজ্জামান।

তিনি সহধর্মিণীকে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন।

ড. আশরাফুজ্জামান রোটারি ক্লাব অব আগ্রাবাদের সাবেক সভাপতি। তিনি রোটারিয়ানদের উদ্দেশ্যে রোটারির মানবিক দৃষ্টিভঙ্গি, সমাজকল্যাণমূলক ভূমিকা এবং পরিবেশ সুরক্ষায় ক্লাবের দায়িত্ব নিয়ে বক্তব্য দেন। তিনি রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্রেট আয়োজিত আসন্ন বিজনেস ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট এর প্রশংসা করেন এবং চট্টগ্রামের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিপি রোটারিয়ান মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, যিনি ভবিষ্যৎ প্রজন্ম ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য টেকসই ও সাহসী পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন, এর পাশাপাশি ব্লাড ডোনেশনের জন্য সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ও এরিস্টোক্রেটের সহযোগিতায় বিশ্বাবিদ্যালয়ে বিশেষ পরিকল্পনার জন্য উপাচার্য ড. শরীফ আশরাফুজ্জামানের প্রতি অনুরোধ জানান।

সভায় উপস্থিত ছিলেন সেক্রেটারি মোহাম্মদ হাসান, আইপিপি রোটারিয়ান এস এম মুহিবুর রহমান, পিপি অ্যাডভোকেট জুবায়ের হোসেন শিবলু, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, পিপি রোটারিয়ান জয়নাল আবেদীন মুহুরি, পিপি রোটারিয়ান সাদমান সাইকা সেফা, ক্লাবের রোটারিয়ান ও অতিথিরা।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।