চট্টগ্রাম: কর্ণফুলী পেপার মিলের সাবেক এসিএ, শহীদ বুদ্ধিজীবী ডা. রেবতী রঞ্জন দাশের সন্তান রাখাল হরি দাশ গত সোমবার (১৪ জুলাই) রাত ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে মৃত্যুবরণ করেন (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি পি কে সেন সাত তলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
মঙ্গলবার (২৯ জুলাই) পাহাড়তলী কৈবল্যধামের সত্যধামে প্রয়াতের পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়-স্বজনসহ সকল শুভানুধ্যায়ীর উপস্থিতি কামনা করা হয়েছে।
এসি/টিসি