চট্টগ্রাম: হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারানো একটি টেম্পুর নিচে চাপা পড়ে লিটন বড়ুয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন বড়ুয়া উপজেলার শিলক ইউনিয়নে শিমুল বড়ুয়ার ছেলে।
নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই সাইদুল ইসলাম বলেন, লিটন বড়ুয়ার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পকেটে থাকা আইডি কার্ডের নম্বর থেকে মোবাইল যোগাযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা রাঙ্গুনিয়া উপজেলা থেকে ঘটনাস্থলের দিকে আসছেন। তারা আসলে আরও বিস্তারিত জানা যাবে।
বিই/পিডি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।