চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফের সুইপার কলোনির একটি টয়লেট থেকে মো. আরমান (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে লাশটি উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ।
নিহত আরমান কুমিল্লার লাকসাম উপজেলার মো. কামালের ছেলে এবং মাইজভান্ডার এলাকায় স্ত্রী নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বাংলানিউজকে বলেন, সুইপার কলোনির একটি টয়লেট থেকে লাশ উদ্ধার করেছি।
প্রাথমিক তদন্ত শেষে মামলার প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।
এমআর/টিসি