ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বরফকলে গ্যাস লিকেজ, শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, জুলাই ২১, ২০২৫
বরফকলে গ্যাস লিকেজ, শ্রমিকের মৃত্যু ...

চট্টগ্রাম: বাঁশখালীতে বরফকলে গ্যাস লিকেজে অজ্ঞান হয়ে যাওয়া এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মৃত্যুবরণকারী মো. আবুল বশর (৪৫) সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকার লকিয়ার বাপের বাড়ির চান্দ মিয়ার ছেলে।

সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বাজার এলাকার একটি বরফকলে এ ঘটনা ঘটে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, বরফকলে অ্যামোনিয়া গ্যাস লিকেজ হলে ওই শ্রমিক জ্ঞান হারান।

তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, বরফকলে একজন শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।