চট্টগ্রাম: আনোয়ারার রায়পুরে একটি বসতঘরে অভিযান চালিয়ে খাটের নিচে লুকিয়ে রাখা এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে র্যাব। এসময় এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে র্যাব-৭ এর একটি দল দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে এ অভিযান চালায়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানোর সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, আটক নারী ও তার পরিবার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রি করতো। তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসি/টিসি