চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলে হামলায় বন বিভাগের পাঁচ কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের পরানজুরানি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন ধোপাছড়ি বিট কর্মকর্তা সুদত্ত চাকমা, ফরেস্টার ইমন বিল্লা, বনরক্ষক আবু বক্কর সিদ্দিক ও শুভ ইসলাম এবং টহল দলের প্রধান মো. কুতুব।
জানা গেছে, রাতের আঁধারে ধোপাছড়ি বনাঞ্চল থেকে সেগুন গাছ কেটে নেওয়ার খবর পেয়ে অভিযানে যান বন বিভাগের কর্মকর্তারা।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ কে এম ইমরুল কায়েস বলেন, বনের গাছ কাটার সময় অভিযান চালাতে গেলে বন বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা হয়। এসময় পাঁচজন আহত হয়েছেন। জনৈক মোজাম্মেলের নেতৃত্বে হামলা হয়েছে বলে জানতে পেরেছি।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, সংরক্ষিত বনাঞ্চলে হামলায় বন বিভাগের ৫ কর্মকর্তা-কর্মচারী আহত হওয়ার ঘটনায় বন বিভাগের কর্মকর্তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বিই/টিসি