ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পুকুরপাড়ে যুবকের ঝুলন্ত লাশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, জুলাই ১৭, ২০২৫
পুকুরপাড়ে যুবকের ঝুলন্ত লাশ ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে নিখোঁজ হওয়ার দুইদিন পর নয়ন কুমার নাথ (২৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মুক্তা পুকুরপাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নয়ন কুমার নাথ দক্ষিণ মুরাদপুর গ্রামের কালাচাঁদ বাড়ির বাবুল চন্দ্র নাথের ছেলে।

বাবুল চন্দ্র নাথ জানান, নয়ন সীতাকুণ্ড বাজারের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতো।

কতিপয় ব্যক্তির সাথে লেনদেনে জড়িয়ে যায় সে। গত মঙ্গলবার পাওনাদারদের মধ্যে কেউ তাকে টাকা পরিশোধের জন্য চাপ দেয়। নয়ন তার মায়ের গয়নাগুলো বন্ধক দিতে চেয়েছিল। ছেলের মা ৩ ভরি স্বর্ণালংকার তার হাতে তুলে দেয়। সেগুলো নিয়ে বের হওয়ার পর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ছেলেকে খুঁজে না পেয়ে মঙ্গলবার সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী বাড়ির কাছেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় নয়নের রক্তাক্ত লাশ দেখতে পায়।  

তিনি বলেন, ছেলেকে কেউ মেরে রক্তাক্ত করে ঝুলিয়ে দিয়েছে। আমার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে মেয়ে বিবাহিত। আরেক ছেলে গত ৮ বছর আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। নয়নকেও তারা বাঁচতে দিল না।

স্থানীয় বাসিন্দারা জানান, নয়নকে নির্যাতনের পর হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। আত্মহত্যা করলে রক্তাক্ত জখম অবস্থায় থাকতো না।

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।