ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

এনসিপির নাম ভাঙিয়ে মব বরদাস্ত করা হবে না: এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, জুলাই ১৬, ২০২৫
এনসিপির নাম ভাঙিয়ে মব বরদাস্ত করা হবে না: এনসিপি ...

চট্টগ্রাম: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে মবসহ বিভিন্ন অপরাধ কার্যক্রম কেউ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের এনসিপির নেতারা।  

বুধবার (১৬ জুলাই) দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ বলেন, চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নামে কোনো ধরনের অভিযোগ উঠে এগুলো প্রমাণ সহকারে যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা অ্যাকশন নিবো।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা এটা বলবো না আপনারা দলীয় লেজুড়বৃত্তির সাংবাদিকতা করেন। আমরা এটা বলবো না যে আপনারা এনসিপির উদ্দেশ্য পূরণ করেন।  যেটা সত্য, যেটা জনগণের পক্ষে যায় সে অবস্থানটা আপনারা নেন। তবে যারা সাংবাদিকতার নামে সন্ত্রাস করেছে, নানা ধরণের চাঁদাবাজি অপরাধ কাজে জড়িত ছিল তাদের বিষয়ে আপনাদের জিরো টলারেন্স হওয়া উচিত। সাংবাদিকতার স্বার্থে এটা হওয়া উচিত।

অনেক সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা ও গায়েবি মামলা হচ্ছে উল্লেখ করে জোবাইরুল হাসান আরিফ বলেন,‘এগুলোর বিষয়ে আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা প্রয়োজন সেটা করা হবে। চট্টগ্রামে এমন একটা অবস্থান আমরা চাই না। যে অবস্থার কারণে এক পাক্ষিক একটা রাজনীতি থাকুক। এটা এনসিপি, বিএনপি, জামায়াত যেটাই হোক, আমরা চাই গণতান্ত্রিক অবস্থা। আমরা চাই একটি গণতান্ত্রিক সুষ্ঠু পরিস্থিতি। আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। আমরা আমাদের দায়িত্ব পালন করবো। কেউ যাতে আওয়ামী লীগের মতো আর ফ্যাসিস্ট হতে না পারে।

এনসিপি দক্ষিণাঞ্চলের আরেক যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ বলেন, এনসিপির নামে কেউ মব ভায়োলেন্স করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

এসময় তিনি এনসিপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তাদের বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করেন।  

মতবিনিময় সভায় এনসিপির নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।