চট্টগ্রাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার (এলএ) সাবেক সার্ভেয়ার মো. সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক চেইনম্যান (শিকলবাহক) নজরুল ইসলাম ও জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী তছলিম উদ্দিন
২০১৯ সালের ৭ নভেম্বর নগরের চিটাগাং শপিং কমপ্লেক্সে তাঁর (নজরুল) স্ত্রীর মালিকানাধীন দোকানে ধরা পড়েন দুদকের হাতে। ওই সময় নজরুলের কাছে পাওয়া যায় ঘুষের নগদ ৮ লাখ ৭ হাজার টাকা ও ঘুষ বাবদ বিভিন্ন জমির মালিকের কাছ থেকে নেওয়া ৯১ লাখ ৮৩ হাজার টাকার চেক।
আদালতের বেঞ্চ সহকারী শাহেদ কবির জানান, দুদকের মামলার আসামি সেলিম হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে মামলার ধার্য (আজ বুধবার) দিনে আসামি হাজির হয়ে জামিনের আবেদন করে। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এম্আই/পিডি/টিসি