ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মাদরাসায় আরবির পাশাপাশি ইংরেজি চর্চা করা উচিত: ধর্ম উপদেষ্টা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, জুলাই ১৫, ২০২৫
মাদরাসায় আরবির পাশাপাশি ইংরেজি চর্চা করা উচিত: ধর্ম উপদেষ্টা  বক্তব্য দিচ্ছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

চট্টগ্রাম: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদরাসায় আরবি ভাষার পাশাপাশি ইংরেজি ভাষার চর্চা করা উচিত। এটি শিক্ষার্থীদের জন্য দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াবে এবং তাদের বিশ্বপরিমণ্ডলে আরও বেশি উপযোগী করে তুলবে।

 

মঙ্গলবার (১৫ জুলাই) পটিয়া শাহচান্দ আউলিয়া মাদরাসা পরিদর্শন শেষে সভা কক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিমত দেন।  

উপদেষ্টা বলেন, আমরা চাই এ ধরনের মাদরাসা থেকে মেধাবী শিক্ষার্থীরা উঠে আসুক, আরবি ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা জানা থাকলে কর্মসংস্থানের সুযোগ বহুগুণে বাড়ে।

মাদরাসার শিক্ষার্থীরা ইংরেজি ভাষা শিখলে ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, গবেষক, তথ্যপ্রযুক্তিবিদসহ বিভিন্ন পেশায় নিজেদের ক্যারিয়ার গড়তে পারবে।

তিনি বলেন, ইংরেজি ভাষা জানা থাকলে শিক্ষার্থীরা আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও ইসলামের মধ্যে সমন্বয় ঘটাতে পারবে এবং বিশ্বব্যাপী ইসলামকে তুলে ধরতে সহায়তা করবে।

সভায় সরকারি কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।