চট্টগ্রাম: চন্দনাইশে আড়াই হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার নিশিকান্ত চিকনখাল সংলগ্ন বিলে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান বলেন, অভিযানে প্রায় ২ হাজার ৫০০ মিটার দীর্ঘ ১৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এসব জাল বাংলাদেশ মৎস্য আইন অনুযায়ী নিষিদ্ধ। পরবর্তীতে এসব অবৈধ উপকরণ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানটি জলজ প্রাণী ও পরিবেশ সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অভিযানে উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, মৎস্য দপ্তরের কর্মকর্তারা, পুলিশ ও আনসার সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
চায়না দুয়ারি বা রিং জাল মৎস্য আহরণের ক্ষেত্রে পরিবেশ ও ছোট মাছের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত, যা মৎস্য আইন অনুযায়ী নিষিদ্ধ।
বিই/পিডি/টিসি