ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে আড়াই হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, জুলাই ১৪, ২০২৫
চন্দনাইশে আড়াই হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ  ...

চট্টগ্রাম: চন্দনাইশে আড়াই হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করা হয়েছে।  

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার নিশিকান্ত চিকনখাল সংলগ্ন বিলে এ অভিযান পরিচালিত হয়।

তবে অভিযান চলাকালে কাউকে আটক করা যায়নি।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

তিনি বলেন, এই অভিযান শুধু আইন প্রয়োগের উদ্দেশ্যে নয়, বরং জনসচেতনতা বৃদ্ধি ও জলজ সম্পদের সুরক্ষায় সরকারের প্রতিশ্রুতির অংশ। ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান বলেন, অভিযানে প্রায় ২ হাজার ৫০০ মিটার দীর্ঘ ১৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এসব জাল বাংলাদেশ মৎস্য আইন অনুযায়ী নিষিদ্ধ। পরবর্তীতে এসব অবৈধ উপকরণ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানটি জলজ প্রাণী ও পরিবেশ সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অভিযানে উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, মৎস্য দপ্তরের কর্মকর্তারা, পুলিশ ও আনসার সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

চায়না দুয়ারি বা রিং জাল মৎস্য আহরণের ক্ষেত্রে পরিবেশ ও ছোট মাছের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত, যা মৎস্য আইন অনুযায়ী নিষিদ্ধ।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।