চট্টগ্রাম: নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং উদ্যোক্তা হওয়ার পথে প্রাথমিক জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক পিএলসির নারী ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’র উদ্যোগে চালু হওয়া ‘উদ্যোক্তা ১০১’ প্রশিক্ষণ প্রোগ্রামের ১ম ব্যাচের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্প্রতি চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনরশীপ, ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিইআইএসডি) এবং ব্র্যাক ব্যাংক পিএলসি’র যৌথ উদ্যোগে আয়োজিত তিন মাস মেয়াদী সার্টিফিকেট প্রোগ্রামের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজনেস স্কুলের ফ্যাকাল্টি ও সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ।
প্রধান অতিথি ছিলেন সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মাধ্যমে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনে প্রশংসা করেন এবং ব্র্যাক ব্যাংককে এই উদ্যোগে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।
গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ১২ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। বিজনেস আইডিয়া ও পরিকল্পনা বাস্তবায়নে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। সেইসাথে প্রত্যেক বিজয়ীকে ক্রেস্ট ও দশ হাজার টাকার চেক প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে সানজিদা আফরোজ, ফারাহ উলফাত জেরিন সুলতানা ও কাউসার জাহান চৌধুরী নিজ নিজ বিজনেস আইডিয়া ও পরিকল্পনা প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির এসএমই ব্যাংকিং, ইস্ট এর আঞ্চলিক প্রধান এইচ এম মিজানুর রহমান, টেরিটরি ম্যানেজার মোহাম্মদ জহিরুল ইসলাম, উইমেন এন্টারপ্রেনর সেল এর অ্যাসোসিয়েট ম্যানেজার কাজী ইশরাত জাহান, সিআইইউ বিজনেস স্কুলের ফ্যাকাল্টি ইফফাত ইশরাত খান, উম্মে হোমায়রা এবং সিইআইএসডি’র সহকারী পরিচালক মো. আশরাফুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নারীদের সৃজনশীল সত্তাকে বিকশিত করার পাশাপাশি তাদের স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন এবং এক্ষেত্রে সবধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এসি/টিসি