ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কাভার্ডভ্যান ভর্তি সিলিন্ডার, লিকেজে আতঙ্ক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, জুলাই ১৩, ২০২৫
কাভার্ডভ্যান ভর্তি সিলিন্ডার, লিকেজে আতঙ্ক ...

চট্টগ্রাম: নগরের দুই নম্বর গেইট এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে সিলিন্ডার লিকেজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বন্ধ হয়ে যায় যান চলাচল।

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গ্যাস লিকেজের ফলে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বায়েজিদ ফায়ার সার্ভিসের সদস্যরা গ্যাস সিলিন্ডারের লিকেজ বন্ধ করতে সক্ষম হয়।

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, গ্যাস সিলিন্ডারে লিকেজ হওয়ায় একটি কাভার্ডভ্যান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল। এতে আতঙ্কিত হয়ে পথচারীরা ফায়ার সার্ভিসে ফোন দেয়। পরে আমাদের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কাভার্ডভ্যানের চালক পালিয়ে যাওয়ায় সিলিন্ডারগুলো কোন কোম্পানির এবং কোথায় নিয়ে যাবে তা জানা যায়নি। পরে পুলিশের সহায়তায় গাড়ি থানায় নিয়ে যাওয়া হয়।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।