ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, জুলাই ১২, ২০২৫
গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার গণধর্ষণ মামলায় পলাতক আসামি মো.মোবারক আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।  

মোবারক আলী (৩৭) লোহাগাড়া থানার ঝাঁকুয়াবির পাড়ার মো.ইউসুফের ছেলে।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গণধর্ষণ মামলার আসামি মো.মোবারক আলী লোহাগাড়া থানা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে আমিরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।