ঢাকা, শনিবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জুলাই বিপ্লবের চেতনাবিরোধী সিদ্ধান্ত নতুন বাংলাদেশ মানবে না: শাহজাহান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
জুলাই বিপ্লবের চেতনাবিরোধী সিদ্ধান্ত নতুন বাংলাদেশ মানবে না: শাহজাহান ...

চট্টগ্রাম: জুলাই বিপ্লবের চেতনা আর গণআকাঙ্ক্ষার বিপরীত কোনো সিদ্ধান্ত শান্তি ও গণতন্ত্রকামী নতুন বাংলাদেশ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।  

তিনি বলেন, আমাদের অবস্থান কোন প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে নয়।

আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। কিন্তু বাংলাদেশের স্বার্থবিরোধী কোনকিছু মেনে নিয়ে বন্ধুত্ব করবে না জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে নগরের চকবাজারের একটি কমিউনিটি সেন্টারে মহানগর জামায়াত আয়োজিত দিনব্যাপী রুকন প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক সদস্যদের দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, ৫ আগস্টের বিপ্লব জামায়াতে ইসলামীকে অনন্য ভূমিকায় পৌঁছে দিয়েছে। এই ভূমিকা এদেশের মানুষ ও প্রশাসন মূল্যায়ন করেছে।  
শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহছানুল মাহবুব জোবায়ের। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ এবং মুহাম্মদ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।

মহানগর নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ’র সঞ্চালনায় শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. একেএম ফজলুল হক, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মমতাজুর রহমান, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, অধ্যাপক আলমগীর ভুঁইয়া, মাহমুদুল আলম, ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, এম এ গফুর, নুরুল আলম, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মকবুল আহমেদ, সেক্রেটারি আবু তালেব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।