ঢাকা, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘জামায়াত মানুষের কল্যাণে নিবেদিত’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
‘জামায়াত মানুষের কল্যাণে নিবেদিত’  ...

চট্টগ্রাম: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামীর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো দুর্যোগে সবার আগে জামায়াতে ইসলামী মানুষের পাশে দাঁড়িয়েছে।

তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে বির্জাখাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়।  

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে মহানগর জামায়াতের উদ্যোগে বাকলিয়ার বির্জাখাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ইতোমধ্যে জামায়াত কর্মীদের প্রচেষ্টায় বির্জখাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমে  শতকরা ৩০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, টেকনিক্যাল টিম সদস্য ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান, ইঞ্জিনিয়ার ফাহমি, ইঞ্জিনিয়ার টিপু, বাকলিয়া থানা জামায়াতের নায়েবে আমির আবুল মনসুর, জামায়াত নেতা ডা. মুহাম্মদ ইলিয়াছ, শেখ আহমদ, মুহাম্মদ ইয়াসিন, মুহাম্মদ ফরিদ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।