ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পোশাককর্মীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
চট্টগ্রামে পোশাককর্মীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার গ্রেপ্তার সবুজ

চট্টগ্রাম: নগরের বন্দর থানা এলাকায় সড়কে চাঁদনী বেগম নামে এক নারী পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় স্বামী মো. সবুজ খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে।  

শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে নগরের ৩৮ নম্বর ওয়ার্ডের ধুমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার বিকেলে থানার মধ্যম হালিশহর সংলগ্ন বাকের আলী টেকের মোড়ে চাঁদনী বেগমকে ছুরিকাঘাত করা হয়।

নিহত চাঁদনী বেগম (২২), খুলনা জেলার দাকোপ থানার খাজুরিয়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে।

তিনি নগরের ইপিজেড এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাত করে সবুজ। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চাঁদনীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযান পরিচালনা করে ভুক্তভোগীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানfন, চাঁদনী বেগমের স্বামী সবুজ খন্দকার মাদকাসক্ত ছিলেন। প্রায় সময় তিনি চাঁদনীকে মারধর করতেন। ঝগড়াঝাটি সইতে না পেরে চাঁদনী কিছুদিন আগে তার এক নিকটাত্মীয়ের বাসায় চলে যান। এরপর থেকে আরও ক্ষিপ্ত হয়ে যান সবুজ খন্দকার। একপর্যায়ে শনিবার বিকেলে কারখানার কাজ শেষে বাসায় ফেরার পথে ভুক্তভোগী চাঁদনীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় সবুজ।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।