ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে গরু চোর সন্দেহে যুবক গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, জানুয়ারি ৭, ২০২৫
বোয়ালখালীতে গরু চোর সন্দেহে যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম: বোয়ালখালীতে গরু চোর সন্দেহে সিএনজি অটোরিকশাসহ মো.ফারুক (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) রাতে এলাকাবাসী তাকে আটক করে বোয়ালখালী থানায় সোপর্দ করে।

গ্রেপ্তার  ফারুক পটিয়া উপজেলার মহল্লা পাড়ার আরখ মিয়ার ছেলে।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) গরুর মালিক মো. সাদ্দাম অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, এলাকাবাসী গরু চোর সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ভুক্তভোগী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় ফারুককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।