ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ওএসডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, জানুয়ারি ৭, ২০২৫
চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ওএসডি

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখার উপসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শাব্বির ইকবালকে জেলা পরিষদ থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে।

শাব্বির ইকবাল ২৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন।

তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এরপর পদোন্নতি পেয়ে তিনি চট্টগ্রাম জেলা পরিষদে প্রায় ৪ বছর সচিব পদে দায়িত্ব পালন করেন। এরপর ২০২০ সালের ৭ আগস্ট চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নেন।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
 বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।