ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম প্রেস ক্লাব কর্মচারীদের মাঝে আশা’র কম্বল বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, জানুয়ারি ৬, ২০২৫
চট্টগ্রাম প্রেস ক্লাব কর্মচারীদের মাঝে আশা’র কম্বল বিতরণ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেস ক্লাব কর্মচারীদের মাঝে আশা চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) আশা’র পক্ষ থেকে ডিভিশনাল ম্যানেজার এম এম নফিজ মাহমুদ প্রেস ক্লাব সদস্য সচিব জাহিদুল করিম কচি’র কাছে কম্বল হস্তান্তর করা হয় ।

পরে সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং সদস্য মুস্তফা নঈম কর্মচারীদের হাতে তুলে দেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উপহার প্রদান করতে পেরে আশা কর্তৃপক্ষ আনন্দিত।

 

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, আশা চট্টগ্রাম জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. নাছির উদ্দীন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. রেজাউল মামুন শিবলি, রিজিওনাল ম্যানেজার অমরেন্দ্র বসু ও সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. হুমায়ুন কবির, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা রাজন  বড়ুয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনির উদ্দিন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মিজানুর রহমানসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।