ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে আগুনে পুড়লো ৫ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৯, মে ২, ২০২৪
চন্দনাইশে আগুনে পুড়লো ৫ দোকান ...

চট্টগ্রাম: চন্দনাইশে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় নজরুল ইসলাম (২৮), মো. মারুফ (১৯) ও ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হন।

বুধবার (১ মে) সকালে উপজেলার বরমা ধামাইরহাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চন্দনাইশ ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে আমিনুল হকের ওষুধের দোকান, মো. আবছারের কুলিংকর্নার ও মুরগির দোকান, মো. আজিজের আজিজ স্টোর, উত্তমের উত্তম স্টোর ও নাছির উদ্দীনের নাছির পোল্ট্রি ফার্ম পুড়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুল হাসান বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

 বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মে ২, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।