ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গ্যাসের চুলা থেকে আগুনে পুড়লো বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৯, মে ২, ২০২৪
গ্যাসের চুলা থেকে আগুনে পুড়লো বসতঘর ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে গ্যসের চুলা থেকে সৃষ্ট আগুনে ৭টি পরিবারের ৩টি সেমিপাকা এবং ৪টি বেড়ার ঘর পুড়ে গেছে।

বুধবার (১ মে) রোসাংগিরি ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বিল্লা মুন্সীর বাড়িতে এ অগ্নিকাণ্ডে মো. আলি আকবর, মো. জমির, মোহরম আলী, মোহাম্মদ আরিফ, জরিনা বেগম, নাছিমা আক্তার এবং মঞ্জুরা খাতুনের বসতঘর পুড়ে যায়।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগেই ৭ পরিবারের বসতঘর পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মে ২, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।