ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, এপ্রিল ২৭, ২০২৪
চন্দনাইশে গৃহবধূর আত্মহত্যা ...

চট্টগ্রাম: চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা এলাকায় শারমিন আকতার (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।  

তিনি পূর্ব জোয়ারার আলতাফ সওদাগরের বাসার ভাড়াটিয়া।

তার স্বামী আবুধাবি প্রবাসী মো. করিম।

শনিবার (২৭ এপ্রিল) সকালে ওই বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

জানা যায়, শারমিন আকতার শুক্রবার রাতে ভাত খাওয়ার পর দুই সন্তানকে পাশের ঘরে ঘুমাতে পাঠিয়ে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। সকালে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।