ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গার্মেন্ট কর্মীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, এপ্রিল ২৪, ২০২৪
গার্মেন্ট কর্মীর আত্মহত্যা ...

চট্টগ্রাম: কর্ণফুলীতে ভাড়া বাসা থেকে তৌহিদুল ইসলাম (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের এমএন ছাফার কলোনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তৌহিদুল ইসলাম (২০) খোয়াজনগর এলাকার মৃত আব্দুল লতিফ মাঝির ছেলে। তিনি স্থানীয় ডিভাইন গার্মেন্টসে চাকরি করতেন।

কলোনিতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

ইউপি সদস্য মো. তাহের আহমেদ জানান, ওই বাসা থেকে দুর্গন্ধ ছড়ালে আশপাশের লোকজন গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। কয়েকদিন আগে তৌহিদুল আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।