ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চিটাগং ব্লাইন্ড ক্রিকেট ক্লাব পালন করলো বিশ্ব সাদাছড়ি দিবস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, অক্টোবর ১৭, ২০২৩
চিটাগং ব্লাইন্ড ক্রিকেট ক্লাব পালন করলো বিশ্ব সাদাছড়ি দিবস

চট্টগ্রাম: বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে চিটাগং ব্লাইন্ড ক্রিকেট ক্লাব।

রোববার (১৫ অক্টোবর) এ উপলক্ষে আয়োজিত র‍্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন।

 

পরে এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ফরিদুল আলম।

সিডিএসসির  অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সরকারি চট্টগ্রাম দৃষ্টিপ্রতিবন্ধী স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবদুস সামাদ।  

সভায় আরও বক্তব্য প্রদান করেন চিটাগাং ডিজেবল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সোলায়মান বাদশা, সাংগঠনিক সম্পাদক আরাফাতুল ইসলাম ফয়সাল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।