ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় টেস্টে ফিরলেন রুট, বাদ ডেনলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, জুলাই ১৫, ২০২০
দ্বিতীয় টেস্টে ফিরলেন রুট, বাদ ডেনলি

সন্তান হওয়ার সময় স্ত্রীর পাশে থাকতে সিরিজের প্রথম টেস্টে ছুটি নিয়েছিলেন ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জো রুট। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রত্যাশিতভাবেই ফিরলেন এই ডানহাতি ব্যাটসম্যান। আর বাদ পড়েছেন বাজে সময়ের মাঝে যাওয়া ব্যাটসম্যান জো ডেনলি।

৩৪ বছর বয়সী ডেনলি নিজের শেষ ১৫ ম্যাচে ২৯.৫৩ গড়ে রান করেছেন। আর ক্যারিবীয়দের বিপক্ষে হেরে যাওয়ার সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৮ ও ২৯ রান করেছেন।

দলে ফেরায় ওল্ড ট্রাফোর্ড টেস্টে চার নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে রুটকে। যেখানে একধাপ ওপরে ব্যাট করবেন জ্যাক ক্রাউলি।

এদিকে সিরিজের দ্বিতীয় টেস্টে হার এড়াতেই নামবে ইংল্যান্ড। কেননা প্রথম টেস্ট জিতে ১৯৮৮ সালের পর প্রথমবার ইংলিশদের মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে জেসন হোল্ডারের সফরকারী দলটি।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।