ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

স্ব-অনুপ্রেরণা হচ্ছে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র: মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, জুলাই ১৪, ২০২০
স্ব-অনুপ্রেরণা হচ্ছে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র: মাহমুদউল্লাহ মাহমুদউল্লাহ রিয়াদ

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে সময়টাতে একেবারে বসে নেই টাইগাররা। শরীর ফিট রাখার জন্য ঘরে হোক বা জিমনেশিয়ামে ঘাম ঝরাচ্ছেন মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা।

ইতোমধ্যে মুশফিক ব্যক্তিগতভাবে মাঠে গিয়ে অনুশীলন সেরেছেন। তবে বাকিরা এখনও সেই পথে হাঁটেননি।

শরীর ফিট রাখতে ঘরেই ঘাম ঝরাচ্ছেন আরেক সিনিয়র টাইগার মাহমুদউল্লাহ। নিজের অনুশীলনের ভিডিও এর আগেও কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার।

কিভাবে ফিটনেস অনুশীলন করছেন তা এবারও ভক্ত-সমর্থকদের জন্য পোস্ট করেছেন মাহমুউদল্লাহ। মঙ্গলবার (১৪ জুলাই) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফিটনেস অনুশীলনের এক ভিডিও পোস্ট দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘স্ব-অনুপ্রেরণা হচ্ছে ইতিবাচক থাকা এবং এগিয়ে যাওয়ার মূলমন্ত্র। ’ 

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।