ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

লাল বলে শীর্ষে স্মিথ-অ্যান্ডারসন-অশ্বিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, আগস্ট ১৮, ২০১৬
লাল বলে শীর্ষে স্মিথ-অ্যান্ডারসন-অশ্বিন

ঢাকা: অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের পর আইসিসি তাদের টেস্ট র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। আগেই দলগত র‌্যাঙ্কিং প্রকাশ করলেও বৃহস্পতিবার (১৮ আগস্ট) ক্রিকেটারদের নিয়ে তালিকা প্রকাশ করলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

সবশেষ প্রকাশিত তালিকায় সাদা পোশাক আর লাল বলের ক্রিকেটে এক নম্বর ব্যাটসম্যান হিসেবে রয়েছেন অজি দলপতি স্টিভেন স্মিথ। আর বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। এদিকে, অলরাউন্ডার তালিকায় এক নম্বর জায়গাটি ধরে রেখেছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন।

ব্যাটসম্যান ক্যাটাগরিতে এক নম্বরে থাকা স্মিথের রেটিং পয়েন্ট ৯০৬। দুইয়ে থাকতে ইংলিশ ব্যাটসম্যান জো রুট অর্জন করেন ৮৭৮ রেটিং পয়েন্ট। আর তিন নম্বরে থাকা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৮৭৩।

৮৬০ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, পাঁচে ৮৪৫ রেটিং পাওয়া পাকিস্তানের ইউনিস খান, ছয়ে রয়েছেন ৮১৮ রেটিং প্রাপ্ত প্রোটিয়া তারকা এবিডি ভিলিয়ার্স, সাত নম্বরে অজি ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস, আটে ভারতের আজিঙ্কা রাহানে, নয়ে নিউজিল্যান্ডের রস টেইলর আর দশে রয়েছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার।

এদিকে, বোলারদের ক্যাটাগরিতে এক নম্বরে থাকা অ্যান্ডারসনের রেটিং পয়েন্ট ৮৭০। ভারতের স্পিনার অশ্বিন ৮৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর ৮৪১ পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন।

চার থেকে দশে থাকা বাকিরা হলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ, পাকিস্তানের ইয়াসির শাহ, অজিদের মিচেল স্টার্ক, ভারতের বরীন্দ্র জাদেজা, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট আর প্রোটিয়া পেসার মরনে মরকেল।

টেস্ট অলরাউন্ডার তালিকায় এক নম্বরে থাকা অশ্বিনের পয়েন্ট ক্যারিয়ার সর্বোচ্চ ৪৩৮। দুইয়ে থাকা টাইগার অলরাউন্ডার সাকিবের অর্জন ৩৮৪ পয়েন্ট। সাকিবের পর রয়েছেন ইংল্যান্ডের মঈন আলি, অজিদের মিচেল স্টার্ক আর দ. আফ্রিকার ভারনন ফিল্যান্ডার। প্রথম তিনজনের জায়গা অপরিবর্তনীয় হলেও স্টার্ককে জায়গা ছেড়ে দিতে হয় পাঁচ নম্বরে থাকা ফিল্যান্ডারকে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ১৮ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।