ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

দুই মৌসুমের ট্রফি একসঙ্গে পেল রূপালী ব্যাংক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, আগস্ট ১৬, ২০১৬
দুই মৌসুমের ট্রফি একসঙ্গে পেল রূপালী ব্যাংক ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের দুই মৌসুমের ট্রফি বুঝে পেয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। মঙ্গলবার (১৬ আগস্ট) মিরপুরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) গত দুই আসরের ট্রফি তুলে দেয় ক্লাবটির হাতে।

২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন ট্রফি ও ২০১৪-১৫ মৌসুমের রানার্সআপ ট্রফি নিতে বিসিবি কার্যালয়ে আসেন রূপালী ব্যাংকের কমকর্তা ও ক্রিকেটাররা।

ট্রফি হাতে পেয়ে উচ্ছ্বসিত ক্লাবটির অধিনায়ক সাথিরা জাকির জেসি। বাংলানিউজকে তিনি বলেন, ‘অনানুষ্ঠানিকভাবে আজ আমাদের দুই মৌসুমের ট্রফি দেয়া হলো। কষ্ট করে চ্যাম্পিয়ন হয়েছি। ট্রফি হাতে পেলে অন্যরকম একটা আনন্দ কাজ করে সবার মাঝে। জানতে পেরেছি বিসিবি ‘অ্যাওয়ার্ড নাইট’ করে আমাদের ট্রফিগুলো আনুষ্ঠানিকভাবে দেবে। এছাড়া কয়েকদিন পর রূপালী ব্যাংক ক্রিকেটারদের নিয়ে সংবর্ধনার আয়োজন করবে। ’

গত ১০ জুন পাঁচবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে লিগের নতুন চ্যাম্পিয়ন হয় সাথিরা জাকির জেসি, রুমানা আহমেদ, শুকতারা রহমানদের নিয়ে গড়া রূপালী ব্যাংক। তার আগের বার মোহামেডানের কাছে ফাইনালে হেরে শিরোপাবঞ্চিত (রানার্সআপ) হয় ক্লাবটি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১৬ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।