ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

স্টোকস বাদ পড়লেও অপরিবর্তিত ইংলিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৯, জুলাই ২৮, ২০১৬
স্টোকস বাদ পড়লেও অপরিবর্তিত ইংলিশরা ছবি:সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। গোড়ালির ইনজুরিতে ভোগা ডানহাতি এ তারকার এমআরআই করানো হলে ব্যাপারটি নিশ্চিত হয়।

তবে এজবাস্টন টেস্টের জন্য স্টোকসের পরিবর্তে কাউকে দলে নেওয়া হচ্ছে না।

ফলে ১৩ সদস্যে নিয়েই দল ঘোষণা করেছেন ইংলিশরা। আর এ ম্যাচের মূল একাদশে সুযোগ পেতে পারেন ফাস্ট বোলার স্টিভেন ফিন, জ্যাক বল অথবা স্পিনার আদিল রশিদ।

এদিকে ইনজুরি নিশ্চিত হওয়ার পর প্রমাণ হয় চলতি সিরিজ থেকেই ছিটকে গেছেন স্টোকস। তবে ইসিবি তার জন্য চতুর্থ ম্যাচের দিন পর্যন্ত অপেক্ষা করতে চায়। যেখানে শেষ ম্যচটি ১১ আগস্ট দ্য ওভালে শুরু হবে।

সিরিজের প্রথম ম্যাচে লর্ডসে পাকিস্তান ৭৫ রানে জিতে লিড নিয়েছিল। তবে পরের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে ইনিংস ও ৩৩০ রানে জিতে সমতায় ফেরে স্বাগতিকরা। ৩ আগস্ট শুরু হবে তৃতীয় ম্যাচটি।

তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দল:

অ্যালিস্টার কুক (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালেন্স, জ্যাক বল, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, মঈন আলী, আদিল রশিদ, জো রুট, জেমস ভিন্স, ক্রিস ওকস

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ২৮ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।