ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

‘টেস্টকে মিস করি, তবে এটা সঠিক সিদ্ধান্ত’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, জুলাই ২১, ২০১৬
‘টেস্টকে মিস করি, তবে এটা সঠিক সিদ্ধান্ত’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: সাদা পোশাকের টেস্ট ক্রিকেট ছাড়লেও এই ফরমেটের ম্যাচ খুব মিস করেন ভারতের সীমিত ওভারের দলপতি মহেন্দ্র সিং ধোনি। তবে, টেস্ট না খেলার যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, সেটিকে সঠিক সিদ্ধান্তই জানান ২০১৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টেস্ট খেলা ধোনি।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও টিম ইন্ডিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরমেটে নিয়মিত ধোনি। দলকে সামনে থেকে নেতৃত্বও দিচ্ছেন রঙ্গিন পোষাকে। তবে, সাদা পোশাকে দায়িত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলির উপর।

টেস্ট ক্রিকেট ছাড়লেও এখনো দীর্ঘ এই ফরমেট তাকে নাড়িয়ে দিয়ে যায় বলে জানান ধোনি। টেস্ট ক্রিকেটকে বেশ মিস করেন জানিয়ে সফল এই দলপতি বলেন, ‘ক্রিকেটের পোকা হিসেবে কখনই ক্রিকেটকে দূরে ঠেলে রাখা যায় না। খেলা ছেড়ে দিলেও আমি  ক্রিকেটের সঙ্গেই থাকবো। আমি টেস্ট ক্রিকেটকে মিস করি। কারণ এটা অনেক চ্যালেঞ্জিং। তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছি।

এর আগেও বহুবার ধোনির অবসর নিয়ে কথা উঠলেও তিনি জানিয়ে দিয়েছেন, কমপক্ষে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলা চালিয়ে যাবেন।

টিম ইন্ডিয়ার হয়ে ধোনি ২৭৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টিতে দেশের জার্সি গায়ে নেমেছেন আরও ৭১টি ম্যাচে। আর সাদা পোশাকে ভারতের হয়ে ৯০ টেস্ট খেলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ২১ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ