ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

ইরফানের ইনজুরি গুরুতর নয়

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৯, মার্চ ৫, ২০১৫
ইরফানের ইনজুরি গুরুতর নয়

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হিপে আঘাত পাওয়া পাকিস্তানি বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফানের আঘাত গুরুতর নয় বলে ‍জানিয়েছেন কোচ ওয়াকার ইউনুস।

ইরফানের আঘাতের বিষয়ে ম্যাচ শেষে ইউনুস বলেন, তার সমস্যা গুরুতর বলে মনে করি না।



আগামী কয়েকদিনের মধ্যে সে সুস্থ হয়ে উঠবে এবং শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরবর্তী ম্যাচে অংশ নেবে, বলেন ওয়াকার।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বুধবারের (০৪ মার্চ) ম্যাচে হিপে আঘাত পান সাত ফুট এক ইঞ্চি উচ্চতার পাকিস্তানি এ বোলার। ফলে মাত্র তিন ওভার বল করেই মাঠ ছাড়তে হয় তাকে।

৩২ বছর বয়সী বাঁহাতি এ বোলার টুর্নামেন্টে এখন পর্যন্ত ছয় উইকেট নিয়েছেন। ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ রানে নেওয়া ৪ উইকেট এখন পর্যন্ত সেরা।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।