ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসে ম্যাচসেরা আমলা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, মার্চ ৩, ২০১৫
ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসে ম্যাচসেরা আমলা হাশিম আমলা

ঢাকা: আগের ম্যাচেই এবি ডি ভিলিয়ার্সের ১৬২ রানের ঝড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারশ রান পার করে দক্ষিণ আফ্রিকা। আজ আয়ারল্যান্ডের বিপক্ষেও তার পুনরাবৃত্তি ঘটে।

এবারে ডি ভিলিয়ার্সের জায়গায় নায়ক হলেন ওপেনার হাশিম আমলা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ার সেরা ১৫৯ রান (১২৮ বল) করে প্রোটিয়াদের বড় স্কোরের ভীত গড়ে দেন আমলা। ৪১.১ ওভারে দলীয় ২৯৯ রানের মাথায় অ্যান্ডি ম্যাকব্রায়ানের বলে প্যাভিলিয়নে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। এর ‍আগে ১০০ বলে ৯টি চার ও দুই ছক্কায় ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন আমলা।

আউট হওয়ার আগে ফাফ ডু প্লেসিসের সঙ্গে ২৪৭ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন আমলা। এটি বিশ্বকাপে দ্বিতীয় উইকেট জুটিতে প্রোটিয়াদের সর্বোচ্চ রান।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘন্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।