ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

মাইলফলকের সামনে স্টেইন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, মার্চ ২, ২০১৫
মাইলফলকের সামনে স্টেইন

ঢাকা: বিশ্বক্রিকেটে বিধ্বংসী বোলারদের মধ্যে ডেল স্টেইন অন্যতম। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য এই ডানহাতি পেসার যেন এক মূর্তিমান আতঙ্ক।

বোলিং প্রান্ত থেকে যেকোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন স্টেইন।

আগামীকাল দক্ষিণ আফ্রিকার হয়ে একটি মাইলফলক ছুঁতে যাচ্ছেন স্টেইন। বিশ্বকাপের পুল ‘বি’র ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শততম ওয়ানডে ম্যাচ খেলতে নামবেন ৩১ বছর বয়সী স্টেইন।

অনেক দিন ধরেই প্রোটিয়াদের নির্ভরতার প্রতীক হয়ে ‍আছেন এই অভিজ্ঞ বোলার। ক্যানবেরায় বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে।

এ বিশ্বকাপে এখনো নিজের নামের সঙ্গে সুবিচার করতে পারেননি স্টেইন। গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে জিম্বাবুয়ে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি করে উইকেট লাভ করেছেন। মাইলফলকের ম্যাচে স্টেইন জ্বলে উঠেন কিনা, সেটিই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, ২০০৫ সালে আফ্রিকা একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে স্টেইনের ওয়ানডে অভিষেক ঘটে। প্রোটিয়াদের হয়ে এখন পর্যন্ত ৯৯টি ওয়ানডে ম্যাচে ৪.৮২ ইকোনমি রেটে ১৫৪ উইকেট দখল করেছেন এই ডানহাতি পেস বোলার।

স্টেইনের সেরা বোলিং ফিগার ৬/৩৯। চার উইকেট নিয়েছেন চারবার। তিনবার নিয়েছেন পাঁচ উইকেট।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘন্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।