অবশেষে নিশ্চিত হলো ফুটবল বিশ্বে বহুল আলোচিত দ্বৈরথ—কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নের লড়াই, অর্থাৎ ফিনালিসিমা। আগামী ২০২৬ সালের মার্চের তৃতীয় সপ্তাহে এই ম্যাচে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেন।
তবে ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। শুরুতে ম্যাচটি যুক্তরাষ্ট্রে আয়োজনের কথা থাকলেও এখন কাতার ও সৌদি আরবও আগ্রহ প্রকাশ করেছে। ফলে ম্যাচটি এশিয়াতেই হওয়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে।
মার্চ ১৭ থেকে ২৫ তারিখের মধ্যে ম্যাচটি আয়োজনের বিষয়ে একমত হয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লোজান। তাদের এই আলোচনা হয় মে মাসে আসুনসিওনে অনুষ্ঠিত ৭৫তম ফিফা কংগ্রেসে।
তবে একটি শর্ত এখনও ঝুলে আছে—স্পেন যদি সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত না করতে পারে, এবং প্লে-অফ খেলতে হয়, তাহলে সেই সময়েই তাদের ম্যাচ থাকায় ফিনালিসিমা বাতিল হয়ে যেতে পারে। কারণ, এরপর যেটুকু সময় অবশিষ্ট থাকবে, সেটা বিশ্বকাপের ঠিক আগে হওয়ায় কোনো দলই তখন প্রস্তুতি ম্যাচ খেলতে আগ্রহী নয়।
২০২২ সালের মতো এবারও ফিনালিসিমা অনুষ্ঠিত হবে বিশ্বকাপের কয়েক মাস আগে। গত আসরে আর্জেন্টিনা ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল। সেই ম্যাচে গোল করেছিলেন আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেস ও পাওলো দিবালা।
নতুন ফিনালিসিমায় চোখ থাকবে দুই প্রজন্মের দুই মহাতারকার দিকে—মেসি বনাম ইয়ামাল। প্রথমবারের মতো তারা আন্তর্জাতিক অঙ্গনে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই ম্যাচ ঘিরেই।
এমএইচএম