ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

রিয়াদের শেষ ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, অক্টোবর ১২, ২০২৪
রিয়াদের শেষ ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর সুযোগ এখন আর নেই। শেষ ম্যাচটিতে বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ম্যাচে এমন কিছু নিশ্চিতভাবেই চাইবে না বাংলাদেশ।  

হায়দরাবাদে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। এই ম্যাচ খেলে টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলবেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ।  

টস জেতার পর ভারতীয় অধিনায়ক শিশিরের কথা জানিয়েছেন। তখন বোলারদের চ্যালেঞ্জ নিতে দেখতে চান তিনি। বাংলাদেশ অধিনায়ক অবশ্য টস জিতলে ফিল্ডিংই বেছে নিতেন।

আগের ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকের আলি অনিক ও মেহেদী হাসান মিরাজ খেলছেন না। তাদের জায়গা নিয়েছেন তানজিদ হাসান তামিম ও শেখ মাহেদী হাসান।  

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময় : ১৯০২ ঘণ্টা, ১২ অক্টোবর, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।