ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

কর্পোরেট কর্নার

গ্লোবাল সাস্টেইনেবিলিটির পথে বাংলাদেশকে এগিয়ে নিতে ইএসজি বুটক্যাম্প

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, জুলাই ৩১, ২০২৫
গ্লোবাল সাস্টেইনেবিলিটির পথে বাংলাদেশকে এগিয়ে নিতে ইএসজি বুটক্যাম্প

ঢাকা: ‘ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ’ এর আয়োজনে এনভায়রনমেন্ট, সোশ্যাল ও গভারনেন্স (ইএসজি) কর্পোরেট রূপান্তরের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ইএসজি বুটক্যাম্প ২০২৫।  

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে দেশের বিভিন্ন এক্সেকিউশানের বহুজাতিক প্রতিষ্ঠান নিয়ে ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশে একটি প্রশিক্ষণ পরিচালনা করে।

যেখানে সি-স্যুট এক্সেকিউটিভস, সিনিয়র ডিরেক্টরস ও ডিপার্টমেন্টাল হেডসসহ দেশের বিভিন্ন খাতের শতাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।  

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), ইউএন গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (ইউএন-জিসিএনবি), সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের অংশীদারিত্বে এবং প্রাণ-আরএফএল গ্রুপ, এসিআই লজিসটিক্স ও গ্রামীণ ডানোন-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা দেশের ইএসজি ও টেকসই উন্নয়নের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।  

বুটক্যাম্পের উদ্বোধন করেন ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর শাদমান সাকিব আনিক। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট-এর ডিরেক্টর চৌধুরী লিয়াকত আলী।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ফর-প্রো’র ফাউন্ডার ও ইউনিলিভার বাংলাদেশ-এর সাবেক চেয়ারম্যান কামরান বকর, ইএসজি ইনস্টিটিউট সিঙ্গাপুর-এর চেয়ারপারসন জোয়ান ফ্লিন, ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ-এর চেয়ারম্যান সাদিয়া সামিরা।  

বাংলাদেশ কীভাবে ইএসজি’র পরবর্তী গন্তব্য হতে পারে সে বিষয়ে ইএসজি ইনস্টিটিউট সিঙ্গাপুর-এর চেয়ারপারসন জোয়ান ফ্লিন বলেন, বাংলাদেশ এখন ইএসজির ক্ষেত্রে পরিচিতি অর্জন করছে। তরুণ জনগোষ্ঠী, শক্তিশালী প্রাইভেট সেক্টর ও নীতিগত অগ্রগতির ধারা অব্যাহত রেখে দেশটি এশিয়ায় টেকসই উন্নয়নে নেতৃত্ব দিতে পারবে বলে আমি আশাবাদী।  

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট-এর ডিরেক্টর চৌধুরী লিয়াকত আলী বলেন, ইএসজি-কে কেন্দ্র করে এমন আয়োজন বাংলাদেশে এক নতুন ধারা তৈরি করেছে। আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করলে আমরা আরও দায়িত্বশীল ও টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস।

এ বুটক্যাম্প বাংলাদেশের কর্পোরেট সেক্টরের ইএসজির জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে। সবুজ, দায়িত্বশীল ও বৈশ্বিক টেকসই লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ যে এগিয়ে চলছে, এই আয়োজন সেই যাত্রার একটি উজ্জ্বল প্রমাণ।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ