ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

কর্পোরেট কর্নার

ওয়ান ব্যাংকের পল্লীবাজার উপশাখার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, জুলাই ২৬, ২০২৫
ওয়ান ব্যাংকের পল্লীবাজার উপশাখার উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা।

ওয়ান ব্যাংক পিএলসি ২৪ জুলাই ঢাকা জেলার দোহার থানার মুকসুদপুর-এ, জয়পাড়া শাখার অধীনে ‘পল্লীবাজার উপশাখা’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড (ঢাকা প্রাইম ও পশ্চিম) ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেওয়াজ খালিদ আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ অপারেশনস বিভাগ মো. জাহিদুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র ম্যানেজার মানবসম্পদ বিভাগ মো. সাব্বির শওকত হায়াত এবং ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ ইস্ট্যাবলিশ্মেন্ট অ্যান্ড সেন্ট্রাল সাপোর্ট ডিভিশন কাজী মোহাম্মদ ফোরকান উপশাখাটির উদ্বোধন করেন।

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান।  

ব্যাংকের কর্মকর্তারা বলেন, একটি আধুনিক ও প্রগতিশীল ব্যাংকিং প্রতিষ্ঠানের কাছে গ্রাহকরা যা প্রত্যাশা করেন এই উপশাখার মাধ্যমে সেসব প্রত্যাশা পূরণে সমর্থ হবে। এ ছাড়া আধুনিক সেবা দিয়ে গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজনগুলো মেটাতেও সন্তুষ্ট করতে পারবো। অত্র এলাকার গ্রাহকরা তাদের সব আর্থিক লেনদেন পরিচালনার ব্যবস্থা আরো নিপুণ ও সহজতর করার দায়িত্ব এখন থেকে ওয়ান ব্যাংকের দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের ওপর ছেড়ে দিতে পারেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী-গণ্যমান্য ব্যক্তিরা।    

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।