ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

কর্পোরেট কর্নার

থ্রি জিরো পলিসি বিষয়ে সাউথইস্ট ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সামিট

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৭, জুলাই ২, ২০২৫
থ্রি জিরো পলিসি বিষয়ে সাউথইস্ট ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সামিট

সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস, সিএসসিএ, এসবিআইএফ এবং এসইইউডিসির যৌথ আয়োজনে সোমবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী ‘থ্রি জিরো পলিসিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের উদ্বোধন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন।

 

প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান।  

তিনি তার বক্তব্যে গ্রামীণ ব্যাংকের গঠনের পেছনের অভিজ্ঞতা এবং সামাজিক উন্নয়নে এর অবদানের কথা তুলে ধরেন।

অধিবেশনটি সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

এ সম্মেলনে বিশ্বের ছয়টি দেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, কূটনীতিক, শিল্প বিশেষজ্ঞ ও যুব নেতারা অংশ নেন।  

সম্মেলনে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যে কার্যকর কৌশল ও নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।  

তিনি তার বক্তব্যে নবায়নযোগ্য শক্তি, টেকসই উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে রুফটপ সোলার প্যানেল স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে আগামী প্রজন্মকে উদ্যোক্তা ও পরিবেশবান্ধব নেতা হিসেবে গড়ে তুলতে সহযোগিতামূলক মনোভাবের ওপর গুরুত্ব দেন।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী।

বিশেষ বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম।  

সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা, উদ্ভাবনী সমাধান এবং টেকসই ভবিষ্যৎ গঠনে সাউথইস্ট ইউনিভার্সিটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ