ঢাকা: গরম ও ঈদ উৎসব উপলক্ষে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সর্বাধুনিক স্মার্ট ফিচারের নতুন মডেলের এয়ার কন্ডিশনার বা এসি বাজারে এনেছে দেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন। এছাড়াও ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির মোড ডিসপ্লে ডিজাইনের নতুন ‘অ্যারোমা’ সিরিজের ১ টন, ১.৫ টন ও ২ টনের এসি বাজারে ছেড়েছে ওয়ালটন।
শুক্রবার (১৬ মে) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে ১৫ থেকে ১৭ মে পর্যন্ত অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘স্যাভর এক্সপো ২০২৫’ এ ওয়ালটনের এআই স্মার্ট ফিচার সমৃদ্ধ নতুন মডেল ও সিরিজের এসি উন্মোচন করা হয়। ওয়ালটনের এসব এসি উদ্বোধন করেন গণপূর্ত (ই/এম) জোন, ঢাকার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশ্ররাফুল হক।
এ সময় ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টরের বিজনেস কোঅর্ডিনেটর তানভীর আঞ্জুম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন রেসিডেন্সিয়াল এসির ডেপুটি চিফ বিজনেস অফিসার (ডিসিবিও) শামীম আহম্মেদ, কমার্সিয়াল এসির ডিসিবিও শামীম আক্তার মুগ্ধ, এসির চিফ সেলস কোঅর্ডিনেটর মোহাইমিনুল বারী, প্রোডাক্ট ম্যানেজার এস এম সাকিবুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, এআই স্মার্ট ফিচার সমৃদ্ধ ওয়ালটনের ইনভার্টার টেকনোলজির নতুন মডেলের এসিতে রুমের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে। এছাড়া গ্রাহক তার মোবাইল ফোনে ওয়ালটন স্মার্ট অ্যাপস এর মাধ্যমে তার সুবিধামতো কুলিং পারফরমেন্স সেটিংস করে দিতে পারবেন। ফলে গ্রাহককে পুনরায় কুলিং সেটিংস দেওয়ার প্রয়োজন পড়বে না।
এদিকে ডিজিটাল ডিসপ্লে মোড সমৃদ্ধ ওয়ালটনের ‘অ্যারোমা’ সিরিজের নতুন গ্রাহকরা সরাসরি এসিটির আওতায় রুম ও আউটডোর টেম্পারেচার, বিদ্যুৎ কনজম্পশন রেট ইত্যাদি সুক্ষভাবে মনিটর করতে পারেন। ওয়ালটনের নতুন মডেলের এসির কম্প্রেসারে ব্যবহার করা হয়েছে সিএফসি এবং এইচসিএফসি গ্যাসমুক্ত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর৩২ রেফ্রিজারেন্ট।
এছাড়া ওয়ালটন এসিতে রয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি এবং সর্বাধিক ফিচার। যেমন: এয়ার প্লাজমা প্রযুক্তি, আইওটি বেজড স্মার্ট কন্ট্রোল সিস্টেম, রিমোট ফাইন্ডার, ব্লুটুথ কন্ট্রোল, অফলাইন ভয়েস কন্ট্রোল, ইউভি কেয়ার, মরিচা প্রতিরোধক কোটেক টেকনোলজি, ফ্রস্ট ক্লিন ইত্যাদি।
পণ্যের গুণগতমানের শ্রেষ্ঠ্যত্বের আত্মবিশ্বাসে ওয়ালটনের নির্দিষ্ট মডেলের ইনর্ভার্টার এসির পিসিবিতে ৫ বছরের ওয়ারেন্টি সুবিধাসহ এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ইনর্ভার্টার এসির কম্প্রেসারে ১২ বছর পর্যন্ত ওয়ারেন্টি, তিন বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি, এক বছরের ফ্রি সার্ভিস এবং ফ্রি ইনস্টলেশন সুবিধা পাচ্ছেন গ্রাহকেরা।
আরআইএস