ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

লাউয়াছড়ায় বিপন্ন ‘শঙ্খিনী’ অবমুক্ত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, এপ্রিল ১, ২০১৭
লাউয়াছড়ায় বিপন্ন ‘শঙ্খিনী’ অবমুক্ত

মৌলভীবাজার: লাউয়াছড়ায় জাতীয় উদ্যানে বিপন্ন প্রজাতির সাপ ‘শঙ্খিনী’ অবমুক্ত করা হয়েছে। ২৯ মার্চ (বুধবার) বিকেলে সাপটিকে খেজুরিছড়া চা বাগান এলাকা থেকে উদ্ধার করে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। 

দু’দিন পর্যবেক্ষণে রাখার পর শুক্রবার বিকেলে এ বিষাক্ত সাপটি অবমুক্ত করা হয়।
 
বাংলাদেশে দেখা পাওয়া সবচেয়ে সুন্দর ও দৃষ্টিনন্দন সাপগুলোর অন্যতম এই শঙ্খিনী।

শরীরে তার রয়েছে রঙের মনকাড়া সৌন্দর্য। এ জন্য এর চামড়ার খুব কদর রয়েছে বিদেশের বাজারে।

বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার বন্যপ্রাণি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বাংলানিউজকে বলেন, এই শঙ্খিনী সাপটি বিপন্ন প্রজাতির সরীসৃপ। কেউ কেউ এই সাপকে আবার ‘শাকিনী’ও বলে থাকেন। এর ইংরেজি নাম Banded krait। এরা বিষধর ও নিশাচর প্রাণি।  

এদের বিষ এবং চামড়া দু’টোই মূল্য অত্যধিক। গোপন সংঘবদ্ধচক্র আমাদের বন ও পাহাড়ি এলাকা থেকে এই সব মূল্যবান প্রাণিগুলো ধরে নিয়ে যায়। ওই সংঘবদ্ধ অপরাধীদের ব্যাপারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান এসিএফ তবিবুর রহমান।  
 
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
বিবিবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।