ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৬ কোটি টাকার তক্ষক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, জুন ২৬, ২০১৬
সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৬ কোটি টাকার তক্ষক উদ্ধার ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময় ছয় কোটি ষাট লাখ টাকা মূল্যের ১১টি তক্ষক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
 
রোববার (২৬ জুন) বিকেল ৪টার দিকে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হাবিবুল্লাহ আল বাকী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘৩৮ ব্যাটালিয়নের অধীনস্ত কাকডাঙ্গা বিওপির একটি টহল দল শনিবার (২৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১ নম্বর গাড়াখালী পোস্ট এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় সেখান থেকে ১১টি তক্ষক উদ্ধার করে। যার মূল্য ছয় কোটি ষাট লাখ টাকা। চোরাকারবারীরা আগেই সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ’

তিনি আরো বলেন, উদ্ধারকৃত তক্ষকগুলোর বনবিভাগের খুলনা কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।